খড়গপুর ২৪×৭ ডিজিটাল: এক যুবককে মারধরের ঘটনায় পুলিশ গ্রেফতার করল তিন সিভিক ভলান্টিয়ারকে। এই ঘটনা নয়াগ্রাম থানার ধুমসাই এলাকার। পুলিশ জানিয়েছে গ্রেফতার হওয়া তিন সিভিক ভলান্টিয়ারের নাম সঞ্জিব মাহাতো, রাকেশ মাহাতো, বসন্ত মাহাতো।
এদের বাড়ি নয়াগ্রাম থানার আড়রা এলাকার ধুমসাইতে। এদিন শনিবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার ধুমসাই এলাকায় একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে গিয়েছিলেন এক ব্যক্তি। টাকা তোলা নিয়ে সমস্যা হলে ব্যাঙ্কে একটা ঝামেলা হয়।
সেই সময় অভিযুক্ত তিন সিভিক ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করে। সেই সময় ওই সিভিকরা ডিউটিতে ছিল না বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মারধরের ঘটনায় নয়াগ্রাম থানায় অভিযোগ দায়ের হয় ওই তিন সিভিকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই তিনজনকে গ্রেফতার করে।