Sunday, September 19, 2021
Homeজেলাঝাড়গ্রামশীতের দুপুরে আহার শেষে, লম্বা বিশ্রামে অজগর।

শীতের দুপুরে আহার শেষে, লম্বা বিশ্রামে অজগর।

- Advertisement -

 

সুমন পন্ডিত, ঝাড়গ্রাম:-গ্রামের পাশেই জঙ্গল। সেখানেই আরামে বিশ্রাম নিচ্ছে প্রায় ১৫ ফুটের বিশাল অজগর। জানা জানি হতেই লোকের ভিড় জমতে থাকে। সাথে ছবি তোলা। যদিও এসবের কোনোকিছুতই অজগরের খুব একটা হেলদোল নেই। হালকা রোদ ছায়ায় বিশ্রাম নিতে ব্যাস্ত।
ঝাড়গ্রামের ঘৃতক্ষাম গ্রামের পাশে কাজলার জঙ্গলে বিশাল আকার এই অজগর কে দেখতে পাওয়া যায়। গ্রামবাসীরাই খবর দেয় বনদফতর কে। সাপটাকে উদ্ধার করে বনদপ্তর। ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ হলৈচ্চি জানান ঝাড়গ্রামে প্রায় সব জঙ্গলে অজগর সহ বিভিন্ন ধরনের সাপ পাওয়া যায়। কোনো কারনে এটা সামনে চলে এসেছিলো। একে আবার গভির জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
তবে এত বিশাল সাপ সামনে থেকে দেখও কেউ সাপটাকে কোনো আঘাত করেনি।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!