নিজস্ব সংবাদদাতা: মাওবাদীদের নাম করে হুমকি দিয়ে টাকা আদায়ের ঘটনায় পুলিশের জালে আরও পাঁচজন। এই নিয়ে মোট ১৫ জনকে ধরল পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তিদের বাড়ি বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। পুলিশ জানিয়েছে ধৃত রাজিব পাল, রবীন পালের বাড়ি বাঁকুড়ার বারিকুলে, সন্দীপ পালের বাড়ি হিজলা গ্রামে, পুরুলিয়া জেলার বান্দোয়ান এলাকার বাসিন্দা নিকুঞ্জ কুম্ভকার, আমিন আনসারি। এদিন শনিবার ধৃতদের ঝাড়গ্রামে আদালতে তোলা হলে বিচারক চার জনের পুলিশি হেফাজত ও একজনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। বেলপাহাড়ি থানার পুলিশ প্রথমে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করার পর মূল পাণ্ডাকে হুগলির আরামবাগ থেকে গ্রেফতার করেছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে বেলপাহাড়ি ও বাঁকুড়া থানা এলাকা থেকে আরও সাতজনকে গ্রেফতার করল বেলপাহাড়ি থানার পুলিশ। তাদের জেরা করেই আরও পাঁচজন ব্যক্তিকে গ্রেফতার করেছে বেলপাহাড়ি থানার পুলিশ। উল্লেখ্য কয়েক দিন আগেই চিঠি দিয়ে, ফোন করে প্রাণ নাশের হুমকি দিয়ে দশ লক্ষ টাকা চাওয়ার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃত বাবা দেবীপ্রসাদ সরকার ও ছেলে অনুপম সরকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত বাবা ও ছেলের ফতেপুরে একটি মিষ্টির দোকান রয়েছে। পুলিশ জানিয়েছে, বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ির বাসিন্দা হোম স্টের মালিক ভোলানাথ মাহাতোকে প্রথমে মেরে ফেলার হুমকি দিয়ে ১০ লক্ষ টাকা চেয়ে চিঠি পাঠায় এই চক্রটি। অরূপ ফোন করে হুমকি দেওয়ার কাজটি করত। ভোলানাথ ৫২ হাজার টাকা অনলাইনে ট্রান্সফারও করেন অনুপমের অ্যাকাউন্টে। এরপরেও হুমকি চলতে থাকে। আরও টাকার দাবি করতে থাকে। ৯ ফেব্রুয়ারি ভোলানাথ মাহাতো বেলপাহাড়ি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মোবাইলের টাওয়ার লোকেশন ট্রেস করে অভিযুক্তদের গ্রেফতার করে।
মাওবাদীদের নাম করে হুমকি দিয়ে টাকা আদায়,ধৃত ১৫
By Editor Desk
- Advertisement -
Previous articleপিংলায় পরীক্ষার হলে অসুস্থ হয়ে পড়লেন এক মাধ্যমিক পরীক্ষার্থী
Next articleCrime: দাদার বিরুদ্ধে ভাইকে খুনের অভিযোগ
RELATED ARTICLES
- Advertisment -