খড়গপুর ২৪×৭ ডিজিটাল: অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শিশু সহ ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করল মেখলিগঞ্জ থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় মেখলিগঞ্জের হাসপাতাল চৌপথি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ধৃতদের নাম নবী হোসেন, মহম্মদ রাজীব আহমেদ, মহম্মদ জাহিদ হোসেন, কল্পনা আখতার। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছে ভারতে প্রবেশের কোনও বৈধ কাগজপত্র ছিল না।
কিছু বাংলাদেশি নাগরিক মেখলিগঞ্জে প্রবেশ করেছে বলে মেখলিগঞ্জ থানার কাছে খবর ছিল। সেই মতো পুলিশ এদিন হাসপাতাল চৌপথি এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ওসি রাহুল তালুকদার।
এক শিশু সহ ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে।