খড়গপুর ২৪×৭ ডিজিটাল: গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবতী। মৃতের নাম প্রিয়াঙ্কা রায়। বয়স ১৮। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্রাম পঞ্চায়েত এলাকার কাঁঠালেস্বরী গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে,গতকাল অর্থাৎ বুধবার’ রাতের খাবার খাওয়ার জন্য পরিবারের সদস্যরা ওই যুবতীকে ডাকতে গিয়ে দেখে। ওই যুবতী নিজের ঘরে ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। মেয়েকে ঝুলতে দেখে পরিবারের সদস্যরা কান্নাকাটি করলে, স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে গ্রামের লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়।
তড়িঘড়ি ওই যুবতীকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে,সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে এই ঘটনার খবর পেয়ে হলদিবাড়ি থানার পুলিশ গ্রামীণ হাসপাতাল থেকে ওই যুবতীর মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে,কি কারণে ওই যুবতীর মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত কোন তথ্য মেলেনি। ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার সকালে ওই যুবতীর ময়নাতদন্তের পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।