খড়গপুর ২৪×৭ ডিজিটাল: কোচবিহার পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড থেকে এক বহিরাগত যুবককে গ্রেপ্তার করল কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।
রবিবার ওই ওয়ার্ডের ভোটগ্রহণ কেন্দ্র ইন্দিরাদেবী বালিকা বিদ্যালয়ে এক বহিরাগত যুবক ঢুকে বুথে ঝামেলা করার চেষ্টা করে বলে অভিযোগ। ওই বহিরাগত যুবকটি তৃণমূল কর্মী বলে বিরোধীদের অভিযোগ।
ঘটনাস্থলে উপস্থিত বিরোধী প্রার্থীরা প্রতিবাদ করলে উত্তেজনা ছড়িয়ে পরে। পরবর্তীতে পুলিশ এসে বহিরাগতকে গ্রেপ্তার করে নিয়ে যায়।