খড়গপুর ২৪×৭ ডিজিটাল: ফের দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহের নিশানায় পুলিশ। সোমবার সোশ্যাল মিডিয়ায় উদয়ন গুহ পোস্ট করে লিখেছেন, ‘দিনহাটার পুলিশ? বড় অপরাধীদের ভক্ত। বাইকচালকদের যম।
আমার ওপর আক্রমণের এক বছর হতে চলল। চার্জশিট জমা হল না।’ রাজ্য পুলিশ সম্পর্কে শাসকদলের বিধায়কের এই পোস্ট ঘিরে আলোড়ন পড়েছে কোচবিহার জেলাজুড়ে। যদিও গোটা বিষয়টি নিয়ে দিনহাটা থানার পুলিশ কোনও মন্তব্য করতে চায়নি।
২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর দিনহাটা শহরে আক্রান্ত হন উদয়ন গুহ। দিনহাটা শহরের পাওয়ার হাউজ সংলগ্ন এলাকায় তাঁর হাত ভেঙে দেওয়া হয়। সেই ঘটনার মূল অভিযুক্ত অজয় রায় এখন বিজেপিতে। বেশ কয়েকজন এখনও দিনহাটাছাড়া।
বাকিরা জামিনে মুক্ত রয়েছে। তবে সেই ঘটনার পর মূল অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় পুলিশকে বার বার আক্রমণ করছেন উদয়ন। এক বছর পেরিয়ে গেলেও ঘটনার চার্জশিট না দেওয়ায় এদিন ফের পুলিশকে নিশানা করলেন দিনহাটার বিধায়ক।