খড়গপুর ২৪×৭ ডিজিটাল: বৌমাকে ধর্ষণের অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। এমনকি, এই ধর্ষণে শাশুড়ি সহায়তা করেছেন বলেও অভিযোগ উঠেছে। ঘটনাটি কোচবিহারের শীতলকুচির। এই ঘটনায় অভিযুক্তকে ধরে শীতলকুচি থানার পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার দুপুরে ধর্ষণের ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার বিষয়টি জানাজানি হতেই গৃহবধূর বাপেরবাড়ির লোকজন ও এলাকার কয়েকজন মাতব্বর এসে অভিযুক্ত ব্যক্তিকে ধরে বেঁধে রাখেন। পুলিশকে খবর দেন তাঁরা। সেখানে পুলিশ পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গতকালই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ।
নির্যাতিতার অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁকে কুনজরে দেখতেন শ্বশুর। লোকলজ্জার ভয়ে বিষয়টি তিনি কাউকে জানাননি। গত সোমবার শাশুড়ি তাঁকে শ্বশুরের সঙ্গে সহবাসের প্রস্তাব দেন। কিন্তু সেই প্রস্তাবে রাজি না হওয়ায় ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন শ্বশুর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শ্বশুর নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। এদিকে, শাশুড়ির বক্তব্য, ‘স্বামী আত্মহত্যার ভয় দেখিয়েছিলেন। তাই বৌমাকে এই প্রস্তাব দিয়েছি।