Saturday, March 25, 2023
Homeজেলাকোচবিহারবোমাবাজির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার ভিলেজ পুলিশ! কোথায় ?
Advertisement

বোমাবাজির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার ভিলেজ পুলিশ! কোথায় ?

Advertisement

খড়গপুর ২৪×৭ ডিজিটাল: ফের দিনহাটা মহকুমার ভেটাগুড়ি এলাকায় বোমাবাজি। ওখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি। এবার ওই ঘটনায় এক ভিলেজ পুলিশকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ।

তাঁর বিরুদ্ধে বোমা তৈরির কারবারীদের সঙ্গে ও বোমাবাজির ঘটনায় যুক্ত থাকার প্রমাণ পুলিশ পেয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাতে দিনহাটার ভেটাগুড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত ওই ভিলেজ পুলিশ কর্মীর নাম সামাদ আলি (৩৫)। তিনি কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত হাড়িভাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মরত ছিলেন।

- Advertisement -
- Advertisement -

কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার জানান, ভেটাগুড়িতে হওয়া বোমাবাজিতে যুক্ত থাকার জন্য এক ভিলেজ পুলিশকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্যদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

দিনহাটা মহকুমা আদালতের সরকারি আইনজীবী সংগ্রাম দেব জানান, গত বছর নভেম্বর মাসে ভেটাগুড়ির খারিজা বালাডাঙা গ্রামে বোমাবাজি হয়। সেখানকার একটি বাড়ি থেকে দু’টি তাজা বোমা ও বোমা তৈরির সামগ্রী উদ্ধার হয়।

গ্রেফতার করা হয় বাড়ির মালিককে। পরে ওই ঘটনার তদন্তে ধৃত ভিলেজ পুলিশ সামাদ আলির নাম উঠে আসে। বুধবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!