খড়গপুর ২৪×৭ ডিজিটাল: লিফলেট এবং পোস্টার ছেপে জেলার তৃণমূল নেতাদের হেনস্তার ঘটনা চলছেই কোচবিহারে। সম্প্রতি কোচবিহার পুরসভার চেয়ারম্যান তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে প্রথমে দুর্নীতির অভিযোগ এনে শহরজুড়ে লিফলেট ছড়িয়ে দেওয়া হয়েছিল।
তারপর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এবং তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নামেও দুর্নীতির অভিযোগে শহরজুড়ে লিফলেট ছড়িয়ে দেওয়া উঠেছিল। এবার মাথাভাঙা শহরে ইংরেজি নববর্ষের প্রথম দিন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক এবং জেলা কমিটির চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়ল।
স্বাভাবিকভাবে পরপর এই ঘটনায় অস্বস্তির মুখে তৃণমূলের জেলা নেতৃত্ব। সেই পোস্টারে লেখা রয়েছে, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বিপুল টাকার বিনিময় অঞ্চল সভাপতি করেছেন। এদের বিচার চাই। কোচবিহার নাগরিক মঞ্চ।’
যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তবে তৃণমূলের জেলা কমিটির চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, “যদি সৎ সাহস কারও থেকে থাকে, তাহলে সামনে এসে অভিযোগ করুক।”