খড়গপুর ২৪×৭,কোচবিহার: জাল আধার কার্ড তৈরির পর্দা ফাঁস কোচবিহারে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘোকসাডাঙ্গা থানার প্রেমেরডাঙ্গা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল, আখিরুল ইসলাম, এমামুল হক, শাহাজান আলি ও ফালু শেখ। তারা প্রত্যেকে অসমের কোকরাঝাড়ের বাসিন্দা।
সোমবার অ্যাডিশনাল পুলিশ সুপার (মাথাভাঙ্গা) সিদ্ধার্থ দর্জি সাংবাদিক সম্মেলনে জানান, একটি বাড়িতে বসে আধার কার্ড তৈরির কাজ করত অভিযুক্তরা। বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি তারা। স্থানীয় সূত্রে খবর পেয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে পাঁচটি মোবাইল, একটি ওয়েব ক্যামেরা, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, ল্যাপটপ, প্রিন্টার, রেটিনা স্ক্যানার সহ বেশকিছু ফর্ম উদ্ধার করা হয়েছে। অভিযোগ, আধার কার্ড তৈরি ও সংশোধনের জন্য তারা সাধারণ মানুষের কাছ থেকে দেড় থেকে দুই হাজার টাকা নিত। ঘটনার তদন্ত করছে পুলিশ।