খড়গপুর ২৪×৭: উত্তরবঙ্গে ফের হামলার মুখে দিলীপ ঘোষ। কোচবিহারের শীতলকুচিতে বিজেপির রাজ্য সভাপতি সভা সেরে ফেরার পথে গাড়িতে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় গাড়ির কাচ। বোমাবাজির অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।
এ দিন শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে সভা ছিল বিজেপির রাজ্য সভাপতি । বিজেপির (BJP) অভিযোগ, সভা শেষ হওয়ার পর মাঠ ঘিরে ফেলে তৃণমূল কর্মীরা। শুরু হয় বোমাবাজি। দিলীপের গাড়ি-সহ আরও অনেকগুলিতে গাড়িতে চালানো হয় ভাঙচুর। কয়েকজন আহত হয়েছেন বলে দাবি বিজেপির। গোটা ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
এ ব্যাপারে হামলার অভিযোগ অস্বীকার করে কোচবিহার জেলার তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন,’মিথ্যা কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শেষ হওয়ার পর আমাদের কর্মীদের হামলা চালিয়েছে বিজেপি কর্মীরা। ওরাই অশান্তি পাকাচ্ছে।’