খড়গপুর ২৪×৭ ডিজিটাল: এক তৃণমূল নেত্রীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটায়। ওই নেত্রীর নাম রেনুকা বিবি খাতুন। তিনি দিনহাটা ১ নম্বর ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান৷
রেনুকা বিবির অভিযোগ,গতকাল রাতে ঘুমিয়ে যাওয়ার পর। দুষ্কৃতীরা আছে বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। বাড়িতে থাকা একটি মোটর বাইক পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে রাতেই দিনহাটা থানার বিশাল পুলিসবাহিনী সেখানে পৌঁছান৷
খোদ শাসক দলের প্রধানের বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ঘটনার পিছনের গোষ্ঠী কোন্দল রয়েছে বলে একাংশ মনে করছে।