খড়গপুর ২৪×৭ ডিজিটাল: করোনা সংক্রমণ রুখতে সোমবার থেকে রাজ্যে জারি হচ্ছে কড়া বিধিনিষেধ। ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রোরেল চালানোর কথা বলা হয়েছে। এই পরিস্থিতিতে আগামীকাল থেকেই মেট্রোরেলে বন্ধ হয়ে যাচ্ছে টোকেন। স্মার্টকার্ড নিয়েই যাতায়াত করতে হবে যাত্রীদের।
রবিবার নবান্নে সাংবাদিক বৈঠকে কড়া বিধিনিষেধ জারি করার কথা জানিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানে তিনি রেল পরিষেবা নিয়ে জানান, সন্ধ্যা ৭টার পর সব লোকাল ট্রেন বন্ধ থাকবে।
৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল। ৫০ শতাংশ যাত্রী নিয়ে পুরো সময় চলবে মেট্রোরেল। এছাড়াও স্কুল-কলেজ বন্ধ সহ একগুচ্ছ বিধিনিষেধ জারি করা হয়েছে রাজ্যে।