Saturday, July 2, 2022
Homeজেলাকলকাতাকলকাতার চাঁদনীচক এলাকায় কাপড় দোকানে বিধ্বংসী আগুন,ঘটনাস্থলের দমকলের পাঁচটি ইঞ্জিন
Advertisement

কলকাতার চাঁদনীচক এলাকায় কাপড় দোকানে বিধ্বংসী আগুন,ঘটনাস্থলের দমকলের পাঁচটি ইঞ্জিন

Advertisement

Advertisement

খড়গপুর ২৪×৭ ডিজিটাল: ফের কলকাতায় অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে চাঁদনিচকের একটি কাপড়ের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন লেগে যায়। ঘটনায় ওই কাপড়ের দোকানের পাশে লাগোয়া দোকানগুলিতেও আগুন ছড়িয়ে পড়ে।

- Advertisement -
Advertisement
- Advertisement -

জানা গিয়েছে, ওই দোকানের উপরে কয়েকটি ফ্ল্যাট রয়েছে। বিপদের আশঙ্কায় তড়িঘড়ি ফ্ল্যাট থেকে বাসিন্দাদের সরানো হয়। খবর পেয়ে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের।

শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল বাহিনী। প্রসঙ্গত, গত মাসেই ট্যাংরার ক্রিস্টোফার রোডে কারখানায় বিধ্বংসী আগুন লাগে।

Advertisement

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!