খড়গপুর ২৪×৭ ডিজিটাল: কলসেন্টার খুলে আন্তঃরাজ্য প্রতারণাচক্রের পর্দাফাঁস। কেষ্টপুর থেকে মহিলা-সহ ১১ জনকে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানার পুলিস। হদিশ মিলল ৩ টি ভুয়ো কলসেন্টারের।
পুলিস সূত্রে খবর, কেষ্টপুর এলাকায় তিনটি কল সেন্টার খুলেছিল অভিযুক্তরা। ওই কলসেন্টারগুলিতে আবার কাজে নিয়োগ করা হয়েছিল বেশ কয়েকজন যুবক-যুবতীকে।
বিভিন্ন নম্বরে ফোন করে মূলত ভিনরাজ্যের নাগরিকদের সঙ্গে যোগাযোগ করত তারা। কেন? মোবাইল টাওয়ার বসানোর প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠেছে।
ধৃতদের কাছে পাওয়া গিয়েছে মোবাইল, প্যানকার্ডের মতো বিভিন্ন নথি ও সরঞ্জাম। ঘটনায় ৩ টি পৃথক মামলাও রুজু করেছে পুলিস।
স্রেফ বিধাননগরেই নয়, কয়েক দিন আগে ভুয়ো কলসেন্টারের হদিশ মিলেছে কলকাতায়ও। তারাতলায় বিখ্যাত বিপণনী সংস্থা অ্যামাজনের নামে কলসেন্টার খুলে চলছিল প্রতারণা কারবার। গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিস। গ্রেফতার করা হয় ১১ জনকে।