Sunday, September 19, 2021
Homeজেলামালদহনিজের তিন বছরের শিশুকন্যাকে খুন করে,প্রতিবেশীকে জানাল মা

নিজের তিন বছরের শিশুকন্যাকে খুন করে,প্রতিবেশীকে জানাল মা

- Advertisement -

খড়গপুর ২৪×৭ ডিজিটাল: নিজের তিন বছরের মেয়ের প্রথমে গলা কেটে খুন। তারপর নিজেই সেকথা পাশের বাড়িতে গিয়ে জানাল মা।

বুধবার এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরের মোহনপুরে। ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়।

- Advertisement -

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় পুলিস। নিহত শিশুটির নাম আতিফা খাতুন(৩)। অভিযুক্ত গৃহবধূর নাম মনোয়ারা বিবি। পুলিসের প্রাথমিক অনুমান মানসিক ভারসাম্য হারিয়েই ওই কাজ করেছে মনোয়ারা।

 

পুলিস সূত্রে জানা গিয়েছে, মোহনপুরের বাসিন্দা পেশায় দিনমজুর সাহেব আলি। প্রথমে গ্রামেই এক মহিলাকে বিয়ে করেন। তাদের ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

স্ত্রীর মৃত্যুর পর কুমেদপুর এলাকার মানোয়ারাকে বিয়ে করেন সাহেব। সাহেবের প্রথম পক্ষের ছেলে-মেয়েরা আলাদা থাকে। সাহেবও মানোয়ারার দ্বিতীয় পক্ষের স্বামী। আতিফা মানোয়ারার একমাত্র সন্তান।

পরিবারের দাবি, মনোয়ারা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। তারা চিকিত্সাও চলছে। এদিন দুপুরে স্বামী সাহেব বাড়িতে ছিল না। ওই সময়েই শোওয়ার ঘরে আতিফাকে ছুরি দিয়ে গলা কেটে খুন করে মনোয়ারা। তারপর প্রতিবেশীর বাড়িতে গিয়ে নিজেই সে কথা জানান।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!