Saturday, March 25, 2023
Homeজেলামুর্শিদাবাদভারত-বাংলাদেশ সীমান্তে সোনার বিস্কুট উদ্ধার, BSF-র হাতে আটক পাচারকারী
Advertisement

ভারত-বাংলাদেশ সীমান্তে সোনার বিস্কুট উদ্ধার, BSF-র হাতে আটক পাচারকারী

Advertisement

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ থেকে কোমরে বাঁধা একটি কাপড়ের ব্যাগে করে পাঁচটি সোনার বিস্কুট পাচার করতে যাওয়ার সময় বিএসএফের হাতে ধরা পড়ল এক পাচারকারী। বাজেয়াপ্ত সোনার ওজন ৫৮৩.২০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৩ লক্ষ ৬০ হাজার। ধৃত পাচারকারীর নাম আলমগির শেখ। বাড়ি রঘুনাথগঞ্জ ২ ব্লকের চর পিরোজপুরে। বৃহস্পতিবার সকালে রঘুনাথগঞ্জের সীমান্তবর্তী বহুরা ১১৫ নম্বর ব্যাটালিয়নের সীমা চৌকি জওয়ানরা তল্লাশি চালিয়ে সোনার বিস্কুট সহ আলমগির শেখকে গ্রেফতার করে। বাইকে করে সোনার বিস্কুটগুলি হাতবদলের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল আলমগির। তার আগে বিএসএফের তল্লাশিতে সোনার বিস্কুট সহ ধরা পড়ে সে। ধৃতকে রঘুনাথগঞ্জ পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ চর পিরোজপুর সীমান্ত থেকে বাইক নিয়ে জঙ্গিপুর আসছিল আলমগির শেখ। বহুরা ১১৫ নম্বর চৌকির বিএসএফের জওয়ানদের সন্দেহ হয়। তাকে আটক করে তল্লাশি চালিয়ে আলমগীরে কোমরে লুঙ্গির জড়িয়ে একটি কাপড়ের ছোট ব্যাগ থেকে পাঁচটি সোনার বিস্কুট উদ্ধার হয়। বিএসএফের জেরায় আলমগির জানিয়েছে, বাজেয়াপ্ত সোনার বিস্কুটগুলি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ থেকে নিয়ে এসে সে জঙ্গিপুরের দুই যুবককে দেওয়ার ছিল। কিন্তু তার আগেই সীমান্ত রক্ষীরা তাকে ধরে ফেলে। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলোর বাজার দর প্রায় ৩৩ লক্ষ ৬০ হাজার টাকা বলে জানা গিয়েছে। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে সেনার বিস্কুট পাচার চক্রের সঙ্গে জড়িতদের সন্ধানে নামতে চলেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

Advertisement

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!