Monday, November 29, 2021
Homeজেলানদীয়াখেলার সময় দুই বন্ধুর মধ্যে ঝামেলা! ঝগড়া থামাতে এসে এক বন্ধুকে লাথি...
Advertisement

খেলার সময় দুই বন্ধুর মধ্যে ঝামেলা! ঝগড়া থামাতে এসে এক বন্ধুকে লাথি মারলো অন্য বন্ধুর দিদি, মৃত্যু হল ৮ বছরের খুদের

Advertisement

Advertisement

KGP 24X7: খেলতে খেলতে ঝগড়া করছিল দুই বন্ধু। তা থামাতে এসে ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড। ঝগড়া থামাতে এক বন্ধুকে লাথি মারেন অন্য বন্ধুর দিদা। তাতেই প্রাণ গেল ওই ৮ বছরের ওই খুদের। মর্মান্তিক ওই ঘটনা ঘটেছে নদিয়ার কালীগঞ্জ থানার কুঠুরিয়া গ্রামে।

- Advertisement -
Advertisement
- Advertisement -

বৃহস্পতিবার বিকেলে গ্রামের মাঠে খেলছিল অভিলাষ ঘোষ ও রনি ঘোষ। খেলতে খেলতেই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গন্ডগোল থামাতে অভিলাষের পেটে লাথি মারেন রনির দিদা। সেই লাথি খেয়েই মাটিতে লুটিয়ে পড়ে অভিলাষ।

আহত অভিলাষ ঘোষকে ভর্তি করা হয় কালীগঞ্জ ব্লক হাসপাতালে। শারীরিক অবস্থায় অবনতি হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় কাটোয়া হাসপাতাল। সেখান থেকে রেফার করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজে। বর্ধমান যাওয়ার পথে মৃত্যু হয় অভিলাষের।এদিকে, অভিলাষের পরিবার রক্ষা ঘোষ নামে ওই মহিলার বিরুদ্ধে খুনের মামলা করেছে। তবে এখনওপর্যন্ত পলাতক রক্ষা ঘোষ।

 

Advertisement

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!