Friday, June 2, 2023
Homeজেলাপশ্চিম বর্ধমানদুর্গাপুরে নাকা চেকিং চলাকালীন গাড়ির ধাক্কায় মৃত্যু হল কনস্টেবলের
Advertisement

দুর্গাপুরে নাকা চেকিং চলাকালীন গাড়ির ধাক্কায় মৃত্যু হল কনস্টেবলের

Advertisement

খড়গপুর ২৪×৭ ডিজিটাল: দুর্গাপুর নাকা চেকিং চলাকালীন ছোট চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক কনস্টেবলের। মৃতের নাম রাজীব বড় (৩৮)। তিনি দুর্গাপুরের কোকওভেন থানায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বাঁকুড়ার বড়জোড়া থানার রামহরিপুরে। দুর্ঘটনায় জখম হয়েছেন দুই সিভিক ভলান্টিয়ার। এক সিভিক ভলান্টিয়ার দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। 

অপর সিভিক ভলান্টিয়ারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে কোকওভেন থানা এলাকার দুর্গাপুর ব্যারাজ সংলগ্ন পচা ক্যানাল এলাকায় দুই সিভিক ভলান্টিয়ারকে নিয়ে নাকা চেকিং করছিলেন। রাজীববাবু। তখনই কর্তব্যরত অবস্থায় রাজীব বরু নামের পুলিশ কর্মী ও দুই সিভিক ভলান্টিয়ার সোমনাথ থান্ডার ও শুভজিত নায়েককে প্রচন্ড গতিতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে।

- Advertisement -
- Advertisement -

গুরুতর জখম কনস্টেবল রাজিব বড় এবং দুই সিভিক ভলান্টিয়ারকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কনস্টেবলকে মৃত বলে ঘোষণা করেন। শুভজিত অল্পবিস্তর আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। সোমনাথের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার ময়নাতদন্তের পর দুর্গাপুর থানা পুলিশ লাইনে গার্ড অফ অনার দেওয়া হয় মৃত পুলিশ কর্মীকে। ঘাতক গাড়িটির সন্ধানে তল্লাশি শুরু করেছে কোকওভেন থানার পুলিশ।

Advertisement

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!