Saturday, March 25, 2023
Homeজেলাপশ্চিম বর্ধমানসম্পত্তির লোভে মাকে কুপিয়ে খুন! পাঁচ বছর পর দোষী সাব্যস্ত ছেলের যাবজ্জীবন
Advertisement

সম্পত্তির লোভে মাকে কুপিয়ে খুন! পাঁচ বছর পর দোষী সাব্যস্ত ছেলের যাবজ্জীবন

Advertisement

নিজস্ব প্রতিবেদক: সম্পত্তি লিখে দিচ্ছিলেন না মা। তাই রাগের বশে মায়ের গায়ে আগুন ধরিয়ে ও কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেছিল ছেলে। প্রায় পাঁচ বছর ধরে আসানসোল জেলা আদালতে মামলা চলার পর শনিবার অভিযুক্ত বড় ছেলে গোপাল টুডুকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন বিচারক।

২০১৮ সালের ১৩ এপ্রিলের ঘটনা। নিজের বড় ছেলে গোপাল টুডুর হাতে খুন হয়েছিলেন আসানসোল পুরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ডের ভালুকসোঁধা গ্রামের বাসিন্দা মালা টুডু (৬০)। এই মামলার প্রধান সরকারি আইনজীবী স্বরাজ ওরফে বাচ্চু চট্টোপাধ্যায় জানান, মামলা চলাকালীন মোট ন’জন ঘটনায় সাক্ষী দেন। সব তথ্য প্রমাণের পর শুক্রবার অভিযুক্ত গোপালকে দোষী সাব্যস্ত করেন অতিরিক্ত জেলা জজ মনোজ প্রসাদ সিনহা। 

- Advertisement -
- Advertisement -

শনিবার বিচারক গোপালের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন। একইসঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা দেওয়ার কথাও বলা হয়েছে। সেই জরিমানা অনাদায়ে আরও ছ’মাস কারাদণ্ড ভোগ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!