Sunday, December 5, 2021
Homeজেলাপশ্চিম বর্ধমানআসানসোলে বিশালআকার অসুস্থ বাদুড় উদ্ধার
Advertisement

আসানসোলে বিশালআকার অসুস্থ বাদুড় উদ্ধার

Advertisement

Advertisement

নিজস্ব সংবাদদাতা, আসানসোল: বিশালআকার এক অসুস্থ বাদুড় উদ্ধার আসানসোল ডুরান্ড রেল কলোনিতে। জানা যায় রেল কর্মচারীরা মঙ্গলবার সকালে বাদুড়টিকে রেল কলোনি এলাকায় দেখতে পান,তারপর পুলিশ ও বনদফতরে খবর দেন।
বাদুড়টির দু’ডানা তিন ফুটেরও বেশি। রেল কলোনির আবাসিকেরা তাকে দেখে বুঝতে পারেন অসুস্থ। তাঁরাই সেটিকে উদ্ধার করে বনবিভাগ ও পুলিশকে খবর দেন। এই এলাকাতে ছোট ছোট বহু বাদুড় দেখা যায়। কিন্তু এত বড় বাদুড় রেল কর্মচারীরা এই এলাকায় আগে কখনো নাকি দেখেননি বলে জানিয়েছেন। বাদুড়টি ইন্ডিয়ান ফ্লাইং ফক্স বা গ্রেটার ইন্ডিয়ান ফ্রুট ব্যাট প্রজাতির। বিজ্ঞান সম্মত নাম, টেরোপাস মেডিয়াস। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় এদের বড় দলে দেখা যায়। আলিপুর চিড়িয়াখানাতেও এই বাদুড়দের বড় একটি কলোনি আছে।

Advertisement
- Advertisement -
Advertisement
- Advertisement -

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!