খড়গপুর ২৪×৭ ডিজিটাল: শ্বশুরবাড়ি গিয়ে কোটিপতি হয়ে গেলেন জামাই। দুপুরে লটারির টিকিট কাটার কয়েকঘণ্টার মধ্যেই কোটি টাকার পুরস্কার জিতে গেলেন শ্রীধর রুইদাস।
শনিবার আসানসোলের জামুড়িয়ার শিবপুর এলাকায় শ্বশুরবাড়ি গিয়েছিলেন শ্রীধর। আসানসোলের বাসিন্দা ও পেশায় বেসরকারি কোম্পানির নিরাপত্তাকর্মী শ্রীধর এদিন জামুড়িয়ায় তার শ্বশুরবাড়িতে আসেন।
বেলা এগারোটা নাগাদ একটি লটারির টিকিট কাটেন। আর দুপুর দেড়টা নাগাদ জানতে পারেন লটারির প্রথম পুরস্কারের ১ কোটি টাকা লেগেছে তাঁর কপালেই। এনিয় হইচই পড়ে যায় পাড়ায়।
এদিকে তুঙ্গে বৃহস্পতি যাচ্ছে ভেবে তাঁকে এদিন আরও টিকিট কাটার পরামর্শ দেন আত্মীয়রা। তাদের কথা মেনে ফের টিকিট কাটেন শ্রীধর। আশ্চর্যের বিষয় হল বিকেলে জানতে পারেন ফের কয়েক লক্ষ টাকা জিতেযান তিনি। এহেন জামাইকে নিয়ে হইচই পড়ে যায় এলাকায়।
এদিকে, এমন বারবার লটারি কাটার খবর চলে যায় পুলিসে। নিরাপত্তার কথা ভেবে শনিবার রাতে তাকে থানায় নিয়ে আসে জামুড়িয়া থানার পুলিস। পুলিস সূত্রে বলা হয়েছে, শ্রীধরের নিরাপত্তার কথা ভেবেই তাকে থানায় আনা হয়েছে।