Saturday, October 16, 2021
Homeজেলাপশ্চিম মেদিনীপুর৪৮ ঘন্টায় করোনায় মৃত তিন,পুজোর আগে ঘাটালে বাড়ছে উদ্বেগ

৪৮ ঘন্টায় করোনায় মৃত তিন,পুজোর আগে ঘাটালে বাড়ছে উদ্বেগ

- Advertisement -

খড়গপুর ২৪×৭ ডিজিটাল: পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা হাসপাতালের কোভিড ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে দুদিনে বেশ কয়েকজন ভর্তি হয়েছেন।স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর দুই দিনে করোনা উপসর্গ নিয়ে ভর্তি চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন কিরনবালা সামন্ত (৬০) বাড়ি দাসপুরের গোপিগঞ্জ এলাকায় , বিশ্বনাথ বেরা (৫৪) বাড়ি ঘাটালের শ্যামসুন্দরপুর, হরেকৃষ্ণ মান্না (৭৪) বাড়ি দাসপুরের সোনাখালি, সামনেয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা ঘাটাল ও দাসপুরের বড় বড় মণ্ডপে পূজো দেখার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় ঠিক তারই আগে ঘাটাল ও দাসপুরে করোনা সংক্রমণ বাড়াই উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্য দপ্তরের।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!