Thursday, December 2, 2021
Homeজেলাপশ্চিম মেদিনীপুরGhatal: মৃতদেহ পুড়িয়ে ফেরার পথে,শিলাবতী নদীর জলে স্নান করতে নেমে তলিয়ে গেল...
Advertisement

Ghatal: মৃতদেহ পুড়িয়ে ফেরার পথে,শিলাবতী নদীর জলে স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক

Advertisement

Advertisement

খড়্গপুর ২৪×৭ ডিজিটাল: মৃতদেহ পুড়িয়ে ফেরার পথে ঘাটালের শিলাবতী নদীর জলে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক।

- Advertisement -
Advertisement
- Advertisement -

ঘটনাটি পশ্চিম মেদিনীপুর ঘাটাল থানার কোন্নগর এলাকার। নিখোঁজ যুবকের নাম জয় নারায়ন দে (২২)। তিনি ১৫ নম্বর ওয়ার্ড বরামতলা এলাকায়। জানা যায়, প্রতিমা রানী দে (৮২) নামে মৃত ঠাকুমাকে পোড়াতে এসেছিল ওই যুবক। মৃতদেহ পোড়ানোর শেষে নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় ওই যুবক।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন ঘাটাল মহকুমার শাসক সুমন বিশ্বাস ও ঘাটাল পৌরসভার প্রশাসন বিভাস চন্দ্র ঘোষ ঘটনাস্থলে পৌঁছেছে ঘাটাল থানার পুলিশ। প্রায় এক ঘন্টা পর স্থানীয় মানুষজনদের চেষ্টায় শিলাবতী নদীর জল থেকে যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!