খড়গপুর ২৪×৭ ডিজিটাল: অভিযোগ অনেকদিন ধরেই উঠছিল। এবারে পুলিশের অভিযানে সেই অভিযোগে সীলমোহর পড়ল। অভিযোগ উঠেছিল খড়গপুর গ্ৰামীণ থানার নানাকার এলাকায় ছয় নম্বর জাতীয় সড়কের পাশে শুভম হোটেলে মধুচক্র চালানো হচ্ছে। তারজন্য জেলার বাইরে থেকে মহিলাদের নিয়ে এসে দেহ ব্যবসা করানো হচ্ছে।
এই খবর পেয়ে খড়গপুর গ্ৰামীণ থানার বিশাল পুলিশ বাহিনী এই এলাকায় ছয় নম্বর জাতীয় সড়কের পাশে একটি হোটেলে অভিযান চালায়। ওই হোটেলে মধুচক্রের আসর থেকে ৫ মহিলা সহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি হোটেলটি বন্ধ করে দেওয়া হয়েছে। আটক করা হয়েছে বেশ কিছু সামগ্ৰী। পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে হোটেলের মালিকিন ও কাস্টমার রয়েছেন। এঁরা হলেন সাবিনা খাতুন ও শেখ সাবির।
তবে এই অভিযানে কিছুদিন বন্ধ থাকলেও পরে আবার সবকিছু ম্যানেজ করে চালু হয়ে যাবে বলে স্থানীয় সকলেরই ধারনা। কারন এর আগেও এরকম পুলিশী অভিযান হয়েছে কয়েকবার। পরে অবশ্য সবকিছু বহাল তবিয়তে চালু হয়েছে বলে অভিযোগ।