খড়গপুর ২৪×৭ ডিজিটাল: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানা পুলিশের ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো বৃহস্পতিবার। এদিন জেলা পুলিশের উদ্যোগে পিংলা থানার ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু পরীক্ষার ব্যবস্থা করেন সংশ্লিষ্ট থানার পুলিশ কর্তারা।
এদিনের এই চক্ষু পরীক্ষা শিবিরে এলাকার সাধারণ মানুষ চক্ষু পরীক্ষা করেন। পুলিশের এই উদ্যোগকে তারা কুর্নিশ জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন,” আমরা প্রত্যেকে খুব খুশি। পুলিশের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে আমাদের অনেক সাহায্য হল। আমরা বিনামূল্যে নিজেদের চোখ পরীক্ষা করাতে পারলাম। এই ভাবে পুলিশ প্রশাসন আমাদের পাশে থাকুক এটাই চাই।”
এ ব্যাপারে পিংলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুদীপ ঘোষাল জানান,পিংলা থানা সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এই শিবিরে এলাকার অনেকেই চক্ষু পরীক্ষা করেন। পাশাপাশি চক্ষু পরীক্ষা পর কুড়ি জনকে চশমাও দেওয়া হয়।