খড়গপুর ২৪×৭(সবং,প:মেদিনীপুর):-সবং পুলিশের ম্যারাথন অভিযানে উদ্ধার বিপুল পরিমাণের নিষিদ্ধ বাজি,গ্রেফতার এক।
করোনা পরিস্থিতির জেরে এবার কালীপূজো-ছটপুজো পর্যন্ত বাজি পোড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। বিক্রিও করা যাবে না বাজি। হাইকোর্টের এই নির্দেশের পর তৎপর হয় পুলিশ। বাজি বিক্রির বিরুদ্ধে অভিযানে নামে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে সবং থানার বুড়াল অঞ্চলের অর্জুনতলা বাজারেে একটি অস্থায়ী দোকানে হানা দিয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে চকলেটবোম,আতশবাজি সহ বিভিন্ন ধরনের বাজি মজুত ছিলো। সেই অভিযোগে দোকানের মালিককে গ্রেফতার করা হয়েছে। ধৃত দোকান মালিকের বাড়ি অর্জুনতলা এলাকায়। দীপাবলিতে বিক্রির জন্য তিনি দোকানে ওই বাজি মজবুত করেছিলেন বলেও জানা গেছে। বৃহস্পতিবার ধৃত দোকান মালিককে মেদিনীপুর আদালতে তোলা হবে বলে জানা গেছে।
সবং পুলিশের ম্যারাথন অভিযানে উদ্ধার বিপুল পরিমাণের নিষিদ্ধ বাজি,গ্রেফতার ১।
- Advertisement -
- Advertisement -