Sunday, September 26, 2021
Homeজেলাপশ্চিম মেদিনীপুরবেলদায় জাতীয় সড়কে পথদুর্ঘটনা,আহত এক ব্যক্তি।

বেলদায় জাতীয় সড়কে পথদুর্ঘটনা,আহত এক ব্যক্তি।

- Advertisement -

মিহির জানা(বেলদা পশ্চিম মেদিনীপুর):-বেলদায় জাতীয় সড়কে পথদুর্ঘটনা,আহত এক ব্যক্তি।
সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা জাতীয় সড়কের শ্যামপুরা এলাকায়। ঘটনায় আহত হয় হরিপদ নায়েক নামে এক ব্যক্তি । জানা গেছে আহত ব্যক্তির বাড়ি ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে ওই ব্যক্তি তার এক অসুস্থ আত্মীয়কে দেখে বাড়ি ফেরার সময়। মোটর বাইকের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত হয় ওই ব্যাক্তি। এরপর গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে স্থানীয় এলাকাবাসী ও বেলদা থানা পুলিশের চেষ্টায় উদ্ধার করে বেলদা গ্রামীণ হসপিটালে ভর্তি করা হয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!