খড়গপুর ২৪×৭(দাঁতন,পশ্চিম মেদিনীপুর):-এক তৃণমূল সমর্থকের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-২ নম্বর ব্লকের। তিন নম্বর তুরকা অঞ্চলের রসুলপুর গ্রামে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল পাঁচটা নাগাদ। ওই ঘটনায় গুরুতর আহত হয় পাঁচ তৃণমূল কর্মী। সূত্রের খবর এক তৃণমূল কর্মীর বাড়িতে ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় জখম পাঁচ তৃণমূল কর্মীকে উদ্ধার করে খন্ডরুই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে দু জনের অবস্থা আশংকাজনক হওয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। গত কয়েকদিন আগে দু-একটি হিংসার ঘটনা ঘটলেও বিস্ফোরণের ঘটনা এই প্রথম। এই ঘটনায় জেলা জুড়ে চাপা রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির অভিযোগ বিজেপির লোকজন চোরাগোপ্তা বোমা ফেলে তৃণমূল কর্মীর একটি বাড়ি ধ্বংস করেছে। এবং পাঁচজন তৃণমূল কর্মীকে আহত করে দিয়েছে। বিজেপি রীতিমত ভয় পেয়ে গেছে দাঁতনের বিধানসভার সম্মেলন ভালো হয়েছে। তাই এটা দেখে তৃণমূল কর্মীদের ওপর চোরাগোপ্তা আক্রমণ করেছে। অন্যদিকে বিজেপির অভিযোগ এলাকার মানুষকে ভয় দেখানোর জন্য। এবং এলাকায় গন্ডগোল সৃষ্টি করার লক্ষ্যে তৃণমূল বোমা মজুদ করে রেখেছিল। সেই বোমা বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিজেপি কোনোভাবেই জড়িত নয়। আগামী বিধানসভা থেকে মানুষ এর সঠিক জবাব দেবে। ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।
Powered by Embed YouTube Video