মিহির জানা( নারায়ণগড়,পশ্চিম মেদিনীপুর):-বাখরাবাদ ১৩নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আকন্দা বুথে দুঃস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হল। ১৩নং অঞ্চল বাখরাবাদের আকন্দা বুথে একটি ছোটো সভা করে প্রায় ৩০০ জন মানুষের হাতে শীতব্স্ত্র তুলে দেওয়া হয়। বস্ত্রদান মঞ্চে উপস্থিত ছিলেন নারায়ণগড়ের ব্লক সভাপতি মিহির চন্দ,জেলা নেতৃত্ব সূর্য অট্ট,সংখ্যা লঘু সেলের সভাপতি কাউসার আলি, অঞ্চল সভাপতি শ্রকান্ত মন্ডল,যুব তৃণমূল নেতৃত্ব সুভাষ রায চৌধুরি,বিশিষ্ট সমাজ সেবি শুশান্ত ধল সহ সকল তৃণমূল নেতৃত্ব। এদিন প্রধান বক্তা হিসেবে মঞ্চে বক্তব্য রাখেন নারায়ণ গড়ের ব্লক সভাপতি মিহির চন্দ। কেন্দ্রর সরকারে বিরুদ্ধে তীব্র প্রতিবাদও জানানো হয এইদিনের সভা মঞ্চ থেকে। শীতের আগে শীত ব্স্ত্র পেয়ে খুলি এলাকার সকলে।
নারায়ণগড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।
By Editor Desk
- Advertisement -
- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -