খড়গপুর ২৪×৭(সবং,পশ্চিম মেদিনীপুর):-বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে গলায় ফাঁস নিয়ে আত্মঘাতী যুবক,খুনের অভিযোগ পরিবারের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১০ নম্বর ভেমুয়া অঞ্চলের কিশোরপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই যুবকের নাম রাজু দুয়া(২৭)। বাড়ি পিংলা ব্লকের লাড়াথায় গ্রামে। সূত্রে জানা গেছে ওই যুবকের বিবাহিত চার বছরে এক সন্তানও রয়েছে। পেশায় শ্রমিক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ। এদিকে যুবকের মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যরা মিঠু শী নামে এক গৃহবধুর বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে। সূত্রের খবর মৃত রাজুর সঙ্গে লাড়াথায় গ্রামের গৃহবধূ মিঠু শী সঙ্গে বেশ কয়েক বছর ধরে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। তারপরই ওই যুবক মিঠু শী নামে ওই গৃহবধূকে নিয়ে সন্তান-স্ত্রীকে ছেড়ে ভিন রাজ্যে চলে যায়। গত কয়েকদিন আগে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে। জানা যায় গতকাল রাতে ওই গৃহবধূর সঙ্গে ভেমুয়া অঞ্চলের কিশোরপুর গ্রামে আসে ওই যুবক। তারপর গতকাল রাত্রের পর থেকে নিখোঁজ হয় ওই যুবক। আজ সকালেই কিশোরপুর গ্রামে মাছ চাষের ঝিলের পাশে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের মৃতদেহ ঝুলতে দেখে স্থানীয়রা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে সবং থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। মৃত যুবকের বাবা রামপদ দুয়ার অভিযোগ ছেলেকে পরিকল্পিতভাবে খুন করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে।
বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে গলায় ফাঁস নিয়ে আত্মঘাতী যুবক,চাঞ্চল্য সবংয়ে।
By Editor Desk
RELATED ARTICLES
- Advertisment -