খড়গপুর ২৪×৭(নারায়ণগড়,পশ্চিম মেদিনীপুর):-২৬ শে নভেম্বর ভারত বনধের সমর্থনে নারায়ণগড়ে মিছিল বামেদের।
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই শক্তি বৃদ্ধিতে মরিয়া হয়ে উঠেছে সিপিএম। ২৬ নভেম্বর জুড়ে বনধের সমর্থনে সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে মিছিল করল সিপিএম। কৃষি আইন বাতিল, শ্রম আইন বাতিল, বেকারদের কর্মসংস্থান সহ বিভিন্ন দাবি নিয়ে। ২৬ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বাম-কংগ্রেস জোট। তারই সমর্থনে আজ পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় এ সিপিএমের মিছিল। এদিনের এই মিছিল নারায়ণগড় সিয়াড়া এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকায় পরিক্রমা করে। এই মিছিল থেকে আগামী ২৬ শে নভেম্বর ধর্মঘট সফল করার আহ্বান জানানো হয়। এই মিছিলে নেতৃত্ব দেন। পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্য, নারায়ণগড় এরিয়া কমিটির সম্পাদক মুস্তাফা বক্স। নারায়ণগড় এরিয়া কমিটির সদস্য অনন্ত চক্রবর্তী। পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির এসএফআইয়ের সভাপতি সাদ্দাম হোসেন। অলি মোহাম্মদ সহ প্রাক্তন পঞ্চায়েত সদস্য ও অন্যান্য সিপিএমের কর্মীরা।
২৬ শে নভেম্বর ভারত বনধের সমর্থনে নারায়ণগড়ে মিছিল বামেদের।
- Advertisement -
- Advertisement -