খড়গপুর ২৪×৭ ডিজিটাল: পরীক্ষা দিতে না যাওয়ায় মায়ের বকুনি। অভিমানে বিষ খেয়ে আত্মহত্যা চেষ্টা করল সপ্তম শ্রেণীর এক ছাত্র। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবার থানার কনকপূর গ্রামে। ওই ছাত্রের নাম মুকুন্দ মুর্মু।
স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে,গতকাল অর্থাৎ বুধবার স্কুলে পরীক্ষা দেওয়া নিয়ে মায়ের সঙ্গে বচসা হয় মুকুন্দর। ওই ছাত্র এখন স্কুলে পরীক্ষা দিতে চায় না। আর সেই কারণে মা ও বাবা বকাবকি করে। অভিমানে বাড়িতে থাকা ঘাস মারা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।
পরবর্তীতে পরিবারের সদস্যরা জানতে পেরে তড়িঘড়ি তাকে একটি স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে। পরিস্থিতি সংকটজনক হওয়ায় ওই ছাত্রকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। এখন চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।