Friday, June 2, 2023
Homeজেলাপশ্চিম মেদিনীপুরPingla: পিংলায় বাজ পড়ে মৃত্যু এক ব্যক্তির,এলাকায় শোকের ছায়া
Advertisement

Pingla: পিংলায় বাজ পড়ে মৃত্যু এক ব্যক্তির,এলাকায় শোকের ছায়া

Advertisement

খড়গপুর ২৪×৭ ডিজিটাল: ফের রাজ্যে বজ্রঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার কুসুমদা অঞ্চলের বেলাড় গ্রাম এলাকায়। মৃতের নাম কার্তিক বাস্কে। বয়স ৫৮ বছর। আজ দুপুরে মাঠে কাজ করতে গিয়ে বজ্রঘাতে মৃত্যু হয় তার।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,আজ অর্থাৎ শুক্রবার দুপুরে মাঠে কাজ করতে যান কার্তিক বাবু তখনই আচমকা বজ্রপাত হওয়ায় মাঝ মাঠেই মৃত্যু হয় তার। পরে স্থানীয় মানুষজনদের নজরে আসে ঘটনাটি।

- Advertisement -
- Advertisement -

তারপর ওই ব্যক্তিকে উদ্ধার করে পিংলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে। সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে এই ঘটনার খবর পেয়ে পিংলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।

আগামীকাল শনিবার ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে বলে জানা গিয়েছে। এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে এসেছি।

Advertisement

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!