খড়গপুর ২৪×৭ ডিজিটাল: বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত। খড়গপুরে বিজেপির সাংসদ ও বিধায়কের ঠান্ডা লড়াই চলছেই। ফের দলের সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষকে এড়িয়ে গেলেন বিজেপির খড়গপুর শহরের তারকা বিধায়ক হিরণ।
এবারে বিধায়ক হিরণ সাংসদ দিলীপকে এড়ালেন রেলের একটি অনুষ্ঠানে। সোমবার বিকালে খড়গপুর শহরে রেলের নির্মীত দুটি সড়ক সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে রেলের পক্ষ থেকে সাংসদ দিলীপ ঘোষ সহ বিধায়ক হিরণকেও আমন্ত্রণ জানানো হয়েছিল।
এমনকি উদ্বোধক হিসাবে সাংসদ দিলীপ ঘোষের সাথে ফলকে বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। অনুষ্ঠান মঞ্চেও বিধায়ক হিরণের জন্য বসার আলাদা ব্যবস্থা ছিল। কিন্তু তাঁকে অনুষ্ঠানে দেখা যায় নি। এই ব্যাপারে জানার জন্য বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেন নি।
আর সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এই বিষয়ে কোনও মন্তব্য করেন নি। তবে তিনি খড়গপুর শহরের উন্নয়নে রেলের একাধিক কাজের প্রশংসা করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন দীর্ঘ চার বছর ধরে ঝুলে থাকা খড়গপুর ওয়ার্কশপ উপ ডাকঘর ও টাউন থানার মাঝে রেলসেতুর কাজ আগামী তিন থেকে চার মাসের মধ্যে শেষ হয়ে যাবে।
তারসাথে পুরাতনবাজার এলাকায় হাতিগলা পুলে দ্বিতীয় আন্ডারপাসের কাজ প্রায় শেষের মুখে বলে তিনি জানালেন। তবে এইদিন নবনির্মিত দুটি সড়কসেতুর উদ্বোধন নিয়ে গোটা শহরের মানুষের কাছে হাস্যকর ঠেকেছে। রেল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে এই দুটি নবনির্মিত সড়ক সেতু সাধারন মানুষের জন্য খুলে দেওয়া হল।
কিন্তু ঘটনা হল নির্মাণ কাজ শেষ হওয়ার পর থেকেই এই দুটি সেতু দিয়ে জনসাধারণের যাতায়াত শুরু হয়েছে। তাও প্রায় দেড় মাস হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের খড়গপুর ডিভিশনের ডিআরএম মনোরঞ্জন প্রধান , সিনিয়র ডিসিএম তথা জনসংযোগ আধিকারিক রাজেশ কুমার সহ আরও অনেকে।