Wednesday, February 1, 2023
Homeজেলাপশ্চিম মেদিনীপুরSabang: প্রয়াত সাইক্লিস্ট দেবেন্দ্রনাথ বেরা! বিস্তারিত পড়ুন
Advertisement

Sabang: প্রয়াত সাইক্লিস্ট দেবেন্দ্রনাথ বেরা! বিস্তারিত পড়ুন

Advertisement

খড়গপুর ২৪×৭ ডিজিটাল: প্রয়াত সাইক্লিস্ট দেবেন্দ্রনাথ বেরা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৮ বছর। সাইক্লিস্ট হিসেবেই পরিচত দেবেন। তিনি পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের সারতা গ্রামের বাসিন্দা ছিলেন।

তাঁর জীবিকা ছিল সাইকেলের খেলা দেখানো। তাঁর সাইকেলে না-ছিল চেন, না-ছিল ব্রেক। সুস্থভাবে বসে চালানোর ব্যবস্থাও ছিল না। সম্বল বলতে ছিল দু’টি চাকা,সাইকেলের ফ্রেম আর প্যাডেল। আর পাঁচটা সাইকেলের মতো নয়। সেই সাইকেল নিয়ে সারা ভারত ঘুরেছিলেন তিনি। লক্ষ্য ছিল গিনেস বুকে নাম তোলা। কিন্তু সেই লক্ষ্য আর পূরণ হলো না।

- Advertisement -
- Advertisement -

জানা গিয়েছে,দীর্ঘ প্রায় ছয় মার ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। প্রথমে চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা চলছিল।

পরবর্তীতে বাড়ি থেকে চিকিৎসা চলছিল তার। কিন্তু মারণরোগের কঠিন লড়াইয়ে জয়ী হতে পারলেন না তিনি। রাত প্রায় দেড়টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে এসেছে। 

Advertisement

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!