নিজস্ব সংবাদদাতা: অভিভাবক এবং শিক্ষকদের সঙ্গে কথা বলে কোনও খুঁত পেল না কেন্দ্রীয় প্রতিনিধি দল। তবে দিয়ে গেল কিছু উপদেশ। মঙ্গলবার মিড ডে মিলের হালহকিকত দেখতে ডেবরায় স্কুল পরিদর্শন করে কেন্দ্রীয় দল। সংবাদমাধ্যমের কাছে মুখ না খুললেও আধিকারিকদের কাছে সেভাবে কোনও নেতিবাচক প্রতিক্রিয়া তারা দেয়নি বলেই জানা গিয়েছে।
আজ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ধামতোড় প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখতে যান কেন্দ্রীয় পাঁচজনের প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন ব্লক ও জেলা প্রশাসনের আধিকারিকরা। স্কুলেই খাবারের মান পরীক্ষার পাশাপাশি সার্বিক পরিবেশ খতিয়ে দেখেন তাঁরা। রাঁধুনিরা সঠিক পোশাক পরে রান্না করছে কি না, হাত ধোয়ার জায়গা কেমন, পরিচ্ছন্নতা বজায় থাকছে কি না ইত্যাদি বিষয় খতিয়ে দেখন তাঁরা। পড়ুয়াদের সঙ্গেও কথাবার্তা বলেন।
কেন্দ্রীয় দলের সদস্যরা কিছু ক্ষেত্রে প্রশংসাও করেছেন বলে খবর। সব খতিয়ে দেখে কিছু কিছু ক্ষেত্রে মান আরও বৃদ্ধির উপদেশ দিয়েছেন তাঁরা। তার মধ্যে খাবারের স্বাদ বৃদ্ধি,শিক্ষকদের খাবার পরীক্ষার নোট রাখা ইত্যাদি পরামর্শ দেওয়া হয়েছে। খাবারের মান ধরে রাখতে শিক্ষক ও রাঁধুনিদের বিশেষ পরামর্শও দিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা।