নিজস্ব সংবাদদাতা: গরু পাচারকারী সন্দেহে কয়েকজন গরু ব্যবসায়ীকে মারধর করার ঘটনায় উত্তেজনা তৈরী হয় খড়গপুর গ্ৰামীণ থানার জিনশহর এলাকায়। খবর পেয়ে খড়গপুর গ্ৰামীণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় গরুর গাড়ি সমেত ব্যবসায়ীদের।
ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। পুলিশ জানিয়েছে ঝাড়গ্ৰাম জেলার গোপীবল্লভপুর থেকে ১২টি গরু কিনে কয়েকজন ব্যবসায়ী ডেবরায় যাচ্ছিলেন একটি গাড়িতে চাপিয়ে। পথের মাঝে জিনশহর এলাকার বাসিন্দাদের সন্দেহ হয় গরু পাচার করা হচ্ছে। এই নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হয়।
পরে অবশ্য সবকিছু খতিয়ে দেখে ছেড়ে দেওয়া হয়েছে। কাগজপত্র সব ঠিকঠাক রয়েছে। এদিকে কংসাবতী নদীর তীরে এই জিনশহর এলাকার বাসিন্দাদের দাবি কাউকে মারধর করা হয়নি। গরু চোর সন্দেহ করে আটকে রাখা হয়েছিল। পুলিশ এসে সবাইকে নিয়ে গিয়েছে।