Saturday, March 25, 2023
Homeজেলাপশ্চিম মেদিনীপুরKharagpur: গাড়ি ঘোরানোকে কেন্দ্র করে খড়গপুর রেশমি কারখানা চত্বরে উত্তেজনা,ঘটনাস্থলে বিশাল পুলিশ...
Advertisement

Kharagpur: গাড়ি ঘোরানোকে কেন্দ্র করে খড়গপুর রেশমি কারখানা চত্বরে উত্তেজনা,ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

Advertisement

নিজস্ব সংবাদদাতা: এলাকায় বেআইনিভাবে গাড়ি ঘোরানোর প্রতিবাদ করায়। চার যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কারখানার কয়েকজন নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে। 

আর এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে তুমুল উত্তেজনা ছড়ালো খড়গপুর রেশমি কারখানা বরগাই এলাকায়। পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

- Advertisement -
- Advertisement -

সুত্র মারফত জানা গিয়েছে, মঙ্গলবার রাতে খড়গপুর গ্রামীন থানার অন্তর্গত বরাগাই এলাকায় রেশমি কারখানার বড় বড় গাড়ি ঘোরানোর প্রতিবাদ করে চার যুবক। অভিযোগ,সেই সময় রেশমি মেটালিক কারখানার কয়েকজন নিরাপত্তা রক্ষী এসে ওই চার যুবককে বেধড়ক মারধর করে। ঘটনার চার যুবক গুরুতর আহত হয় তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। 

তারপরেই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়। মারধর করার প্রতিবাদে স্থানীয় গ্রামবাসীরা প্রায় দু ঘন্টা ধরে বরগাই এলাকার ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখে। অবরোধের জেরে উক্ত এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়গপুর লোকাল থানার বিশাল পুলিশ বাহিনী। তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও এ ব্যাপারে রেশমি কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া মিলেনি।

Advertisement

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!