নিজস্ব সংবাদদাতা: কাজ শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন এক বৃদ্ধ। পথের মাঝে একটি বেপরোয়া মোটরবাইক তাঁর সাইকেলে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় বৃদ্ধকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় ডেবরা থানার ষাঁড়পুর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম মিলন কুমার নন্দী (৭০)। বাড়ি ডেবরা থানার ভুঁইয়াবাসান এলাকায়।
Debra: ডেবরায় বেপরোয়া বাইকে ধাক্কায় গুরুতর আহত এক বৃদ্ধ
By Editor Desk
- Advertisement -
Previous articleDantan: বিষ পান করে আত্মঘাতী এক ব্যাক্তি
RELATED ARTICLES
- Advertisment -