Saturday, March 25, 2023
Homeজেলাপশ্চিম মেদিনীপুরSabang Circle: সবং ও পিংলায় আচমকা হানা দিয়ে চোলাই ঠেক ভাঙল আবগারি...
Advertisement

Sabang Circle: সবং ও পিংলায় আচমকা হানা দিয়ে চোলাই ঠেক ভাঙল আবগারি দফতর

Advertisement

খড়গপুর ২৪×৭ ডিজিটাল: অবৈধ চোলাই মদ তৈরির কারখানা থেকে শুরু করে চোলাই বিক্রেতাদের গোপন ডেরায় হানা দিয়ে প্রচুর পরিমানের মদ তৈরির কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করল সবং সার্কেল আবগারি দপ্তর। সূত্রে জানা গেছে,আজ অর্থাৎ শনিবার (১৮.০৩.২০২৩) সকালে গোপন সূত্রে খবর পেয়ে সবং সার্কেল আবগারি দপ্তর আধিকারিকের নেতৃত্বে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার জামনা, করকাই,তেঁতুলমুড়ি। অন্যদিকে সবং থানার বাদলপুর,সুন্দরপুর,সিংপুর,বেলকি,কৃষ্ণপলাশী, ভুয়া,বলরামপুর সহ বেশ কিছু এলাকায় চোলাই মদের ঠেকে তল্লাশি অভিযান চালানো হয়। এই অভিযানে চোলাই মদ তৈরির বেশকিছু কারখানায় ঢুকে নষ্ট করা হয় চোলাই তৈরি সরঞ্জাম। তার সঙ্গে বেশ কিছু বিক্রেতার বাড়িতে অভিযান চালানো হয়। যদিও এই অভিযানে কাউকে গ্রেফতার কিংবা আটক করা যায়নি। অভিযান প্রসঙ্গে এক আধিকারিক জানান,এদিন অভিযান চালিয়ে চোলাই তৈরির কারখানা ও বিক্রেতার বাড়ি থেকে ৪২ লিটার চোলাই মদ। ৮২০ লিটার মদ তৈরীর কাঁচামাল উদ্ধার করা হয়। ১০ কেজি গুড় এর পাশাপাশি ৭ টি হাড়ি বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আগামী দিনেও লাগাতার এই অভিযান চলবে বলে জানা গিয়েছেন।

- Advertisement -
- Advertisement -

 

Advertisement

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!