Saturday, March 25, 2023
Homeজেলাপশ্চিম মেদিনীপুরBelda: নাতির উপর অত্যাচার সহ্য করতে না পেরে ছেলেকে পিটিয়ে খুন করল...
Advertisement

Belda: নাতির উপর অত্যাচার সহ্য করতে না পেরে ছেলেকে পিটিয়ে খুন করল বাবা

Advertisement

KGP 24X7 DIGITAL: নিজের ছেলের হাত থেকে প্রতিবন্ধী নাতিকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ বাবার মারে মর্মান্তিক মৃত্যু হল ছেলের। প্রতিবন্ধী নাতিকে মারছিল তার বাবা ।আর তা দেখে সহ্য করতে না পেরে বাঁশ দিয়ে পিটিয়ে নিজের ছেলেকে মেরে ফেললো বৃদ্ধ বাবা। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১০ টা নাগাদ বেলদা থানার কিয়াঝুরী গ্রামে। ঘটনায় গ্ৰেফতার হয়েছেন মৃতের বৃদ্ধ বাবা। পুলিশ জানিয়েছে ধৃতের নাম গুইরাম পরামানিক (৭৫)। আর মৃতের নাম মৃন্ময় পরামানিক (৩৯)। মৃতের স্ত্রী কল্পনা পরামানিকের অভিযোগের ভিত্তিতে ধৃতের বিরুদ্ধে একটি অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে কিয়াঝুরী গ্রামের বাসিন্দা মৃন্ময় পরামানিক শনিবার সকাল ১০ টা নাগাদ মদ্যপ অবস্থায় বাড়িতে এসে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে বৃদ্ধ বাবা গুইরামের সঙ্গে তুমুল বচসা শুরু করেন। তখন স্ত্রী ঘটনার প্রতিবাদ করলে মৃন্ময় স্ত্রীর উপর চড়াও হন। তাঁকে মারধর করতে শুরু করেন। মাকে এইভাবে মারধর করতে দেখে বাড়িতে তাঁর প্রতিবন্ধী ছেলে ২১ বছরের রাজু পরামানিক আটকাতে যায়। বাধা দিয়ে প্রতিবাদ করে। তখন মৃন্ময় প্রতিবন্ধী ছেলের উপর চড়াও হন। মারতে শুরু করেন। আর তখন রাজু পরামানিকের দাদু গুইরাম পরামানিক ঘটনার প্রতিবাদ করতে গেলে তাঁকেও মারধর করে মৃন্ময় । এরপর রাগের বশে বাঁশ দিয়ে মৃন্ময় পরামাণিকের মাথায় এলোপাথাড়ি মেরে দেয় তাঁর বাবা গুইরাম পরামানিক। ঘটনাস্থলেই পড়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সি মৃন্ময় পরামাণিকের। এরপর ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ৭৫ বছর বয়সী গুইরাম পরামানিককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। অপরদিকে আহত রাজু পরামানিক কে উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় বেলদা থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!