KGP 24X7 DIGITAL: মৌমাছির কামড়ে অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে বসে পরীক্ষা দিলেন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে শনিবার খড়গপুর শহরে। অসুস্থ পরীক্ষার্থীর নাম রিচা শর্মা। বাড়ি খড়গপুর শহরের আয়মা এলাকায়। এইদিন তাঁর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষা। আয়মা এলাকার ছত্তিশগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী এই পরীক্ষার্থী। জানা গিয়েছে এইদিন সকালে পরীক্ষা দিতে যাওয়ার জন্য মায়ের সঙ্গে বেরোন রিচা। তাঁর সীট পড়েছে হিজলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। যাওয়ার পথে আইআইটি এলাকায় মৌমাছি কামড়ায় তাঁর মাথায়। তাঁকে তখন দ্রুত আইআইটির বিধানচন্দ্র টেকনোলজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেয়ে রিচা পরীক্ষা কেন্দ্রে পৌঁছান। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই ফের অসুস্থ হয়ে পড়েন রিচা। বমি করতে শুরু করেন। পরীক্ষা কেন্দ্রেই অসুস্থ হয়ে পড়েন। তখন পুলিশের সাহায্য নিয়ে তাঁকে দ্রুত খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরীক্ষা দেন। এই ব্যাপারে খড়গপুর মহকুমা হাসপাতালের সুপার উত্তম মান্ডি জানিয়েছেন ছাত্রী ভালো রয়েছেন। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। আর মা পুনম শর্মা জানিয়েছেন হিজলি স্কুলে যাওয়ার সময় মেয়েকে একটি মৌমাছি হঠাৎ করে মাথায় কামড়ায়। তাতেই সে অসুস্থ হয়ে পড়ে। তবে মেয়ে পরীক্ষা দিতে পারায় তিনি স্বস্তি পেয়েছেন বলে জানালেন।
Homeজেলাপশ্চিম মেদিনীপুরKharagpur: মৌমাছির কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিল উচ্চ মাধ্যমিক...
Kharagpur: মৌমাছির কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী
By Editor Desk
- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -