Saturday, March 25, 2023
Homeজেলাপশ্চিম মেদিনীপুরSabang: ভূমিপুত্রের দেওয়া বার্ধক্যভাতা পাচ্ছেন শতবর্ষ পেরোনো বৃদ্ধা,পা ছুঁলেন মন্ত্রী!
Advertisement

Sabang: ভূমিপুত্রের দেওয়া বার্ধক্যভাতা পাচ্ছেন শতবর্ষ পেরোনো বৃদ্ধা,পা ছুঁলেন মন্ত্রী!

Advertisement

খড়গপুর ২৪×৭ ডিজিটাল: দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দিদির দূত হিসাবে বেরিয়ে শত বর্ষ পার করে দেওয়া এক বৃদ্ধার সঙ্গে দেখা হল সবংয়ের বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ উন্নয়ন ও পরিবেশ মন্ত্রী মানস ভুঁইয়ার। আর তাঁকে দেখে রীতিমতো আবেগাপ্লুত হয়ে পড়েন মন্ত্রী মানস ভুঁইয়া। চোখের কোন চিকচিক করে ওঠে মন্ত্রীর। বৃদ্ধার পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিলেন তিনি।

- Advertisement -
- Advertisement -

শনিবার মন্ত্রী মানস ভুঁইয়া এই কর্মসূচিতে বেরিয়েছিলেন সবং ব্লকের বুড়াল গ্ৰাম পঞ্চায়েত এলাকায়। বুড়াল মধ্যপাড়া শিবালয় মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচি শুরু করেন মন্ত্রী মানস ভুঁইয়া। এলাকায় হাঁটার সময় শত বর্ষ পার করা এক বৃদ্ধা তাঁর সামনে পায়ে হেঁটে হাজির হন। পুত্রসম মন্ত্রীর সামনে এসেই বৃদ্ধা বলেন ” বাবা তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তোমার দেওয়া বার্ধক্য ভাতা আমি পাচ্ছি।” আর বৃদ্ধার এই কথাগুলি শোনার পরেই আবেগতাড়িত হয়ে পড়েন মন্ত্রী মানস ভুঁইয়া।

তৎক্ষণাৎ তিনি বৃদ্ধাকে জড়িয়ে ধরলেন। তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ চাইলেন। আর বৃদ্ধাও পুত্রসম মন্ত্রীকে আদর করলেন। তখনই মন্ত্রীর চোখের কোন চিকচিক করে উঠে। সেখান থেকে বেরিয়ে বুড়াল বাজারে জুনিয়ার প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া সহ শিক্ষক ও শিক্ষিকাদের সঙ্গে মিলিত হন। তাঁদের বিভিন্ন অভাব অভিযোগের কথা শোনেন। আশ্বাস দিলেন সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করার। পড়ুয়াদের চকলেট বিতরণ করেন।

তারপর বুড়াল উত্তরে কর্মীদের সঙ্গে পাত পেড়ে মধ্যাহ্ন ভোজন সারেন। সেখান থেকে বুড়াল গ্ৰাম পঞ্চায়েত কার্যালয়ে পৌঁছান। সেখানে নির্বাচিত পঞ্চায়েত সদস্য সহ কর্মচারীদের সঙ্গে কথা বলেন। তারপর বিকাল পাঁচটায় অর্জুনতলায় একটি সভা করেন। এইদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের সবং ব্লক সভাপতি আবু কালাম বক্স, সবং পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা বিবি, ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি নিশিকান্ত কর,দলীয় নেতা বিকাশ ভুঁইয়া,বিধায়ক প্রতিনিধি বাদল বেরা,স্বপন মাইতি প্রমুখ।

Advertisement

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!