Friday, June 2, 2023
Homeজেলাপশ্চিম মেদিনীপুরSuicide: খড়গপুরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Advertisement

Suicide: খড়গপুরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Advertisement

নিজস্ব সংবাদদাতা: খড়গপুর পুরসভার বিজেপি কাউন্সিলরের এক ভাইপোর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে খড়গপুর টাউন থানার মালঞ্চ এলাকায়। জানা গিয়েছে রেলকর্মী বাবার কাছে একটি মোটরবাইকের জন্য আবদার করেছিল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছেলে। বাবা আশ্বাসও দিয়েছিলেন কিনে দেবেন। তবে সেটি এক্ষুনি নয়। সামনের মাসে কিনে দেবেন বলে ছেলেকে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ছেলের তাতে তর সয় নি। বিষয়টি নিয়ে রবিবার থেকে বাড়িতে বাবার সাথে ঝগড়াঝাঁটি শুরু হয় ছেলের। রবিবার রাতে একবার বাবার সাথে ঝগড়াঝাঁটি হয়। পরে সোমবার সকালেও একই বিষয় নিয়ে ছেলে ও বাবার মধ্যে বচসা হয়। দুপুরে মায়ের হাতে খাবারও খায়। তারপরেই সোমবার সন্ধ্যাবেলায় বাড়িতে ছেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাটি ঘটেছে খড়গপুর টাউন থানার মালঞ্চ এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম পি দেব কিরণ(২১)। এই যুবক ছত্তিশগড় রাজ্যে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের বি টেকের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মৃত যুবক খড়গপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর নাগেশ রাওয়ের ভাইপো। জানা গিয়েছে এই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃতদেহ বর্তমানে খড়গপুর রেলওয়ে মেইন হাসপাতালে রাখা রয়েছে। বুধবার খড়গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। তেলেগু ক্যালেন্ডার অনুযায়ী মঙ্গলবার সংক্রান্তি হওয়ায় এইদিন পড়ুয়ার মৃতদেহ ময়নাতদন্ত করতে দেওয়া হয় নি।

Advertisement

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!