নিজস্ব সংবাদদাতা: বড়সড় সাফল্য বেলদা থানা পুলিশের। বস্তা গোডাউনে চুরির ঘটনায় দুজন ব্যক্তিকে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থেকে গ্রেপ্তার করল পুলিশ। সূত্রে জানা গিয়েছে,গত দিন কয়েক আগে বেলদা থানার অন্তর্গত মোহাম্মদপুর এলাকায় একটি বস্তা গোডাউনে চুরির ঘটনা ঘটে।
তারপরে ওই গোডাউনের মালিক বেলদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্তে নেমে বেলদা থানার পুলিশ আধিকারিকরা গতকাল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থেকে দুইজন ব্যক্তিকে গ্রেফতার করে।
ধৃতদের নাম শেখ আতার উদ্দিন এবং শেখ সুলেমান। অভিযুক্ত দুই ব্যক্তিকে আজ অর্থাৎ শুক্রবার দাঁতন আদালতে তোলা হয় বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।