নিজস্ব সংবাদদাতা: প্রতিবেশী দুই নাবালিকাকে টাকার লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী দাদুর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ১০ নম্বর ভেমুয়া অঞ্চলের শ্যামসুন্দরপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ধৃত ওই বৃদ্ধের নাম গৌরাঙ্গ প্রধান (৬০)। বাড়ি শ্যামসুন্দরপুর এলাকায়।
জানা যায়,ওই দুই নাবালিকা একজন চতুর্থ শ্রেণীর ছাত্রী। বয়স ৯ বছর। অন্যজন ষষ্ঠ শ্রেণির ছাত্রী। বয়স ১১ বছর। অভিযোগ,ওই দুই নাবালিকা গতকাল শুক্রবার রাতে টিউশন সেরে বাড়ি ফেরার পথে প্রতিবেশী দাদু টাকার লোভ দেখিয়ে ফাঁকা মাঠে কলাবাগানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে। এমনকি এই ঘটনার কথা বাড়িতে জানালে ওই নাবালিকাদের বাবাকে মেরে ফেলার হুমকি দিয়েছে ওই বৃদ্ধ। পরে দুই নাবালিকা বাড়ির সদস্যদের সব কথা খুলে বলে।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় নির্যাতিতাদের পরিবারের পক্ষ থেকে সবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় শনিবার। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে সবং থানার পুলিশ।
এ ব্যাপারে এক পুলিশ আধিকারিক জানান,শনিবার দুই নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরই প্রতিবেশী সম্পর্কে দাদু,গৌরাঙ্গ প্রধান নামে ৬০ বছর বয়সের এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়। পকসো আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ধৃতকে শনিবার মেদিনীপুর জেলা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকরা।