নিজস্ব সংবাদদাতা: প্রায় ৩ ঘণ্টা যুদ্ধ চালালেও অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন সবংয়ে মোটর বাইক দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষিকা সন্ধ্যা রানী দাস। জানা গিয়েছে,পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার রাখিল্যা এলাকার বাসিন্দা সন্ধ্যা রানী দাস। তিনি সবং হরিরহাট গার্লস হাই স্কুলের ইংরেজির শিক্ষিকা।
শনিবার বেলা প্রায় দশটা নাগাদ ওই শিক্ষিকা বাড়ি থেকে মোরাম রাস্তা ধরে হেঁটে স্কুল আসছিলেন। সেই সময় পিছন দিক থেকে দুই ছাত্র মোটরবাইকে করে দ্রুতগতিতে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিক্ষিকাকে সজরে ধাক্কা মারে। ঘটনায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই স্কুল শিক্ষিকা। মাথা চোট পেয়ে প্রচন্ড রক্তক্ষরণ শুরু হয়। বাইক থেকে ছিটকে পড়ে যায় বাকি দুই স্কুল ছাত্র। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে।
তারপর ওই স্কুল শিক্ষিকা ও এক ছাত্রকে গুরুতর আহত অবস্থায় সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে স্কুল শিক্ষিকার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানে প্রায় তিন ঘন্টা চিকিৎসা চলাকালীন ওই শিক্ষিকার মৃত্যু হয়। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনা গ্রস্ত মোটর বাইকটিকে আটক করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।