Tuesday, September 26, 2023
Homeজেলাপশ্চিম মেদিনীপুরPingla: পতাকা বাঁধাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ,পিংলায় গুরুতর আহত ৩
Advertisement

Pingla: পতাকা বাঁধাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ,পিংলায় গুরুতর আহত ৩

Advertisement

নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের নবজোয়ার কর্মসূচির আগে পতাকা বাঁধাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের পিংলায় তৃণমূল-বিজেপির সংঘর্ষ। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। আহতদের ইতিমধ্যে পিংলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সূত্রে জানা গিয়েছে,আগামীকাল সোমবার সবংয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচিতে আসছেন। তৃণমূলের অভিযোগ,সেইমত আজ রবিবার পিংলা থানার অন্তর্গত মুন্ডুমারী-তেমাথানি বাজার পর্যন্ত পতাকা বাঁধছিলেন তৃণমূল কর্মীরা। সেই সময় বিজেপির ৩০ থেকে ৪০ জন কর্মী অতর্কিত লাঠি নিয়ে হামলা চালায়। ছিঁড়ে ও পুড়িয়ে দেওয়া হয় একাধিক পতাকা। বেধড়ক মারধর করা হয় তিন তৃণমূল কর্মীকে। তাদেরকে ইতিমধ্যে উদ্ধার করে পিংলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -
- Advertisement -

অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ,তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রথমে বিজেপি কর্মীরাদের উপর অতর্কিত হামলা চালায়। বিজেপির দলীয় কার্যালয় ভেঙে দেওয়া হয়। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে রয়েছে পিংলা থানার পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় কাউকে আটক কিংবা গ্রেপ্তার করা যায়নি।

Advertisement

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!